ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লালমিনরহাটে বুড়িমারীতে ব্যবসায়ীর জরিমানা করায় তোপের মুখে এসিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১১ বার পড়া হয়েছে
লালমনিরহাট প্রতিনিধি: লালমিনরহাটের পাটগ্রাম উপজেলায় দোকান খোলা রাখার দায়ের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করায় ব্যবসায়ীর তোপের মুখে পড়েন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা। এসময় তারা এসিল্যান্ডকে ঘিরে ধরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের বাজারে তিশা ফ্যাশন হাউজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দোকান খোলা রাখার দায়ে তিশা ফ্যাশন হাউজের মালিক ফরিদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীসহ কয়েকশত স্থানীয় জনতা প্রতিবাদ জানায়। তারা ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এসময় তারা  এসিল্যান্ডের কাছে জানতে চায়, করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জ থেকে বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ও অন্যান্য যানবাহনে মানুষ আসছেন, পণ্য নিতে চালক ও হেল্পাররা আসছেন, সেগুলো কেন বন্ধ করা হচ্ছে না। ব্যবসায়ীরা দোকান খুললে জরিমানা করা হয়, কিন্তু যানবাহনে কেন জরিমানা করা হয় না?
এ ঘটনা জানতে পেরে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ব্যবসায়ীকে জরিমানা করায় পাশের ব্যবসায়ীরা মিলে প্রতিবাদ করেছেন। খবর শুনে সেখানে অতিরক্ত পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই বিষয়টি সমাধান করেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা বলেন, বুড়িমারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবসায়ীরা পাথর বা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমিনরহাটে বুড়িমারীতে ব্যবসায়ীর জরিমানা করায় তোপের মুখে এসিল্যান্ড

আপডেট সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
লালমনিরহাট প্রতিনিধি: লালমিনরহাটের পাটগ্রাম উপজেলায় দোকান খোলা রাখার দায়ের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করায় ব্যবসায়ীর তোপের মুখে পড়েন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা। এসময় তারা এসিল্যান্ডকে ঘিরে ধরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের বাজারে তিশা ফ্যাশন হাউজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দোকান খোলা রাখার দায়ে তিশা ফ্যাশন হাউজের মালিক ফরিদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীসহ কয়েকশত স্থানীয় জনতা প্রতিবাদ জানায়। তারা ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এসময় তারা  এসিল্যান্ডের কাছে জানতে চায়, করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জ থেকে বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ও অন্যান্য যানবাহনে মানুষ আসছেন, পণ্য নিতে চালক ও হেল্পাররা আসছেন, সেগুলো কেন বন্ধ করা হচ্ছে না। ব্যবসায়ীরা দোকান খুললে জরিমানা করা হয়, কিন্তু যানবাহনে কেন জরিমানা করা হয় না?
এ ঘটনা জানতে পেরে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ব্যবসায়ীকে জরিমানা করায় পাশের ব্যবসায়ীরা মিলে প্রতিবাদ করেছেন। খবর শুনে সেখানে অতিরক্ত পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই বিষয়টি সমাধান করেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা বলেন, বুড়িমারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবসায়ীরা পাথর বা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।