ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছক্কার রেকর্ড তামিমের, এক বছরে এত ছয় মারেনি বাংলাদেশও জামালপুরে শহর রক্ষা বাঁধে ধস, ২০ ফুট জায়গাজুড়ে গর্ত উত্তর সিটির প্রশাসক এজাজকে ঘুষের প্রস্তাব, কর্মকর্তা বরখাস্ত পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না: প্রধান উপদেষ্টা শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে : সালাহউদ্দিন ঝিনাইদহে শিশুদের জন্য পরিবেশ কর্মশালা অনুষ্ঠিত সদরপুরে সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদ খানের বিদায় সংবর্ধনা

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
  • / 23

ফরিদপুর: জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে এক প্রবাসীর বসত বাড়িতে প্রবেশ করে হেনস্তা ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী আমিন মিয়ার স্ত্রী রিক্তা খানম।

মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে।অভিযোগ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের বকুল বিশ্বাস ও সালিমুল হক তাদের পরিবারকে ভিটেবাড়ি হতে উচ্ছেদ, অপহরণ ও প্রাণনাশের হুমকী-ধামকী দিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিক্তা খানম বলেন, তার স্বামী আমিনুর রহমান (আমিন) দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে বাজিতপুর গ্রামের বাসিন্দা আজিজুর ও সামচুল হকের ওয়ারিশ এবং ক্রমিক ওয়ারিশগণের নিকট থেকে স্বামীর কষ্টার্জিত টাকায় স্থানীয় মোবারকদিয়া মৌজার ৪৫নং খতিয়ানের বিএস ৩৮৬ নং দাগের সাড়ে ৫.২৯ শতক জমি ক্রয় করি। ওই জমি দাবী করে বকুল বিশ্বাস ও সালিমুল হক আমার পরিবারের উপর চড়াও হয়। ভিটা-বাড়ী থেকে উচ্ছেদ, প্রাণে মেরে ফেলা এমনকি তার শিশু মেয়ে আছমিনকে অপহরণের হুমকী-ধামকী দিচ্ছে বলে অভিযোগ করেন রিক্তা খানম। এ ঘটনায় তার পরিবার নিয়ে অজানা আশংকায় তাদের দিন কাটছে। সংবাদ সম্মেলনে ঘটনার সঠিক তদন্তপূর্বক নিজের জমি ফিরে পাওয়া ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী আমিনুরের স্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চিতারবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান, ইউপি সদস্য মোঃ মঙ্গল মোল্যা, মুনজুরুল ইসলাম, রিমি পারভীন প্রমুখ।

এ বিষয়ে জানতে সালিমুল হক(সলিম) এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি  প্রবাসীর স্ত্রী পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগে অস্বীকার বলেন, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। তারা আমাদের কাছ থেকে যে জমি কিনেছে তার থেকে আরো বেশি জমি ভোগ দখলে আছে বলে তিনি দাবী করেন। তিনি আরও বলেন আমি বিষয়টি স্থানীয় থানা ও এসপি সাহেবকে জানিয়েছি। এছাড়া স্থানীয় চেয়ারম্যান কয়েকবার মিমাংসা করার পরও সমাধান করতে পারেনি। তিনি সমাধানের পথে বাধা হিসেবে সাবেক এক চেয়ারম্যান এর সংশ্লিষ্টতার কথা জানান।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান জানান, ওই বাজারের জমির ব্যাপারে জিডি হয়েছে। আমরা দুই পক্ষকেই আইনগত ভাবে তাদেরকে কোর্টে যাওয়ার ব্যাপারে বলেছি। এছাড়া এলাকায় আইনশৃংখলা যাতে কোন অবনতি না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০

ফরিদপুর: জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে এক প্রবাসীর বসত বাড়িতে প্রবেশ করে হেনস্তা ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী আমিন মিয়ার স্ত্রী রিক্তা খানম।

মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে।অভিযোগ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের বকুল বিশ্বাস ও সালিমুল হক তাদের পরিবারকে ভিটেবাড়ি হতে উচ্ছেদ, অপহরণ ও প্রাণনাশের হুমকী-ধামকী দিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিক্তা খানম বলেন, তার স্বামী আমিনুর রহমান (আমিন) দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে বাজিতপুর গ্রামের বাসিন্দা আজিজুর ও সামচুল হকের ওয়ারিশ এবং ক্রমিক ওয়ারিশগণের নিকট থেকে স্বামীর কষ্টার্জিত টাকায় স্থানীয় মোবারকদিয়া মৌজার ৪৫নং খতিয়ানের বিএস ৩৮৬ নং দাগের সাড়ে ৫.২৯ শতক জমি ক্রয় করি। ওই জমি দাবী করে বকুল বিশ্বাস ও সালিমুল হক আমার পরিবারের উপর চড়াও হয়। ভিটা-বাড়ী থেকে উচ্ছেদ, প্রাণে মেরে ফেলা এমনকি তার শিশু মেয়ে আছমিনকে অপহরণের হুমকী-ধামকী দিচ্ছে বলে অভিযোগ করেন রিক্তা খানম। এ ঘটনায় তার পরিবার নিয়ে অজানা আশংকায় তাদের দিন কাটছে। সংবাদ সম্মেলনে ঘটনার সঠিক তদন্তপূর্বক নিজের জমি ফিরে পাওয়া ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী আমিনুরের স্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চিতারবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান, ইউপি সদস্য মোঃ মঙ্গল মোল্যা, মুনজুরুল ইসলাম, রিমি পারভীন প্রমুখ।

এ বিষয়ে জানতে সালিমুল হক(সলিম) এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি  প্রবাসীর স্ত্রী পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগে অস্বীকার বলেন, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। তারা আমাদের কাছ থেকে যে জমি কিনেছে তার থেকে আরো বেশি জমি ভোগ দখলে আছে বলে তিনি দাবী করেন। তিনি আরও বলেন আমি বিষয়টি স্থানীয় থানা ও এসপি সাহেবকে জানিয়েছি। এছাড়া স্থানীয় চেয়ারম্যান কয়েকবার মিমাংসা করার পরও সমাধান করতে পারেনি। তিনি সমাধানের পথে বাধা হিসেবে সাবেক এক চেয়ারম্যান এর সংশ্লিষ্টতার কথা জানান।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান জানান, ওই বাজারের জমির ব্যাপারে জিডি হয়েছে। আমরা দুই পক্ষকেই আইনগত ভাবে তাদেরকে কোর্টে যাওয়ার ব্যাপারে বলেছি। এছাড়া এলাকায় আইনশৃংখলা যাতে কোন অবনতি না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।