টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / 47
মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মমনি পুকুরে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে ওই পুকুরে এক ব্যক্তি গোসল করতে নেমে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধারণা করা হচ্ছে মৃত ওই ব্যক্তি সাঁতার জানতেন না।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। আর পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ মরদেহ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।



























