ফরিদপুরে সামাজিক দূরত্ব মেনেই মসজিদে মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / 50
ফরিদপুর : ফরিদপুরে সামাজিক দূরত্ব মেনেই ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে সাতটায় শহরের চকবাজার জামে মসজিদে ঈদের নামাজে অংশ নেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক এলজিআরডি মন্ত্রী আলহাজ্ব খন্দকার মোশাররফ হোসেন এমপি।
নামাজের আগে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশীদ প্রমুখ। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইনামুল হাসান। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, ও জাতির কল্যাণ, সুখ-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়। পরে এমপি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীসহ উপস্থিতদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে কুশল বিনিময় করেন।

























