সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে মুখে মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ১৩ বার পড়া হয়েছে
মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মুখে মাস্ক না থাকার অপরাধে পাঁচজন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৪ জুন) টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে ৬০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন বলেন, সরকারি আদেশ অমান্য করে মুখে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা করার অপরাধে পাঁচজনকে ৬০০ টাকা জরিমানা করা হয়। তাদেরকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।