টাঙ্গাইলে নতুন আক্রান্ত ৪৪, মোট আক্রান্ত ১৬৯০
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / 94
মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৬৯০ জন। বিভিন্ন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের।
নতুন আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ১৩ জন, নাগরপুরে ১ জন, মির্জাপুরে ৩ জন, বাসাইলে ১ জন, কালিহাতিতে ১ জন, গোপালপুরে ১ জন এবং ভূঞাপুরে ১৪ জন।
রোববার (০২ আগস্ট) টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন আক্রান্ত হয়েছে আরো ৪৪ জন। এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৯৩০ জন। বিভিন্ন হাসপাতালে এবং নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৭৩১ জন।



























