সংবাদ শিরোনাম ::
বরগুনায় অস্ত্রসহ জলদস্যু আটক

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / 33
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা পাথরঘাটার পদ্মা এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান সহ কামাল (৩২) নামের এক ডাকাতকে আটক করেছে।আটক ওই ব্যক্তি সাগরের ডাকাতি করা জামাল বাহীনির সদস্য।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের ক্যাম্প কমান্ডার লে. মেহেদী হাসান জানান, বঙ্গোপসাগর জেলে ট্রলারে ডাকাতি সংগঠিত করতে অস্ত্র বেচাকেনার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড ও পাথরঘাটা থানা পুলিশ সদর ইউনিয়নের পদ্মা এলাকায় সন্ধা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালায়। অভিযানে কামাল (৩২) নামের একজনকে আটক করা হয় । কামাল একই এলাকার জালাল মিয়ার ছেলে।এসময় তার কাছ থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।