কুড়িগ্রামে সিটি ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। খলিলগঞ্জ বাজারস্থ সলিডারিটি হলরুমে কুড়িগ্রাম এজেন্ট শাখা রাইদা ট্রেডার্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন-দি সিটি ব্যাংক লিমিটেডের উত্তরবঙ্গের আঞ্চলিক প্রধান এসএডিপি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-রংপুর এক্সিকিউটিভ অফিসার আফরোজ খান, রংপুর সিনিয়র অফিসার জয়নাল আবেদীন, কুড়িগ্রাম মনিটরিং অফিসার শাহরিয়ার ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসেন লিটন ও রাজু আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান।