সোনারগাঁওয়ের কাঁচপুরে অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৪২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / 58
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুরের বেঙ্গল জুট মিলের পিছনে শীতলক্ষ্যর নদীতে একটি অজ্ঞাত উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শীতলক্ষ্যা নদীতে ভেসে আসা ২ থেকে ৩ দিনের পুরোনো অজ্ঞাত লাশ উদ্ধার করেন।
তিনি জানান, জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান যে, সোনারগাঁ থানার কাঁচপুর সাকিনস্থ বেঙ্গল জুট মিলের পিছনে শীতলক্ষ্য নদীর কিনার ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা পুরুষ (৩০) এর ২/৩ দিন পুরানো লাশ পাওয়া যায়। পরবর্তীতে কাঁচপুর নৌ-পুলিশের এসআই (নিঃ) আঃ আলীমের সহায়তায় লাশটি উদ্ধার করি।
আরো জানান, অজ্ঞাত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।


























