বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট ফিরেছে টয়লেট সমস্যায়
- আপডেট সময় : ০৭:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 41
গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটটি উড্ডয়ন করে। ওড়ার কিছুক্ষণ পর উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশে সমস্যা দেখা দেয়। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। এ অবস্থায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় এক ঘণ্টা আকাশে উড়ে রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি।
পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে ওই ফ্লাইটের যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।
শুক্রবার (৮ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, বিকল্প হিসেবে ব্যবহার করা উড়োজাহাজটি আজ বেলা ১১টা ৩০ মিনিটে আরেকটি ফ্লাইট নিয়ে ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি সময়মতো ছাড়তে পারেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংককগামী ফ্লাইটটি আজ (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।


























