কুষ্টিয়া দৌলতপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

- আপডেট সময় : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়া দৌলতপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০;জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে নূরজাহান রহমান ফাউন্ডেশন।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন, থানা ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাদের প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১ টি করে ব্যাগ ও তিন করে গাছের চারা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং মাদক ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে তাদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।