পল্লী বিদ্যুৎ সমিতি সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করছে সমিতি

- আপডেট সময় : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২১ বার পড়া হয়েছে
পল্লী বিদ্যুৎ সমিতি সংকট দীর্ঘায়িত হওয়ায় সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। চলমান আন্দোলন স্থগিতের পরও সংকট নিরসন না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছে সংগঠনটি।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, আরইবি-পিবিএস সিস্টেমের যুগোপযোগী সংস্কার ও কর্মীদের চাকরির নিশ্চয়তা নিশ্চিত করতে সরকার এবং রাজনৈতিক দলের আহ্বান ও বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাসের ভিত্তিতে আন্দোলন ৩০ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছিল। কিন্তু এখনও পল্লী বিদ্যুৎ সমিতি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।
বিদ্যুৎ বিভাগ ১৭ জুন আরইবি-পিবিএস একীভূতকরণ বা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়নের জন্য দুটি কমিটি গঠন করে। কমিটি কাজ শুরু করলেও মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও হয়রানিমূলক বদলির স্থগিতাদেশ দ্রুত কার্যকর না হওয়ায় সংকট নিরসনের গতি শ্লথ।
এছাড়া আন্দোলনের কারণে কর্মস্থলে যোগ দিতে না পারা পাঁচজন লাইনক্রুর বিষয়ও এখনও নিষ্পত্তি হয়নি, যা পল্লী বিদ্যুৎ সমিতি সংকট আরও জটিল করে তুলছে। বার্তায় আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত উপেক্ষা করে আরইবি বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা সমিতির কর্মপরিবেশ অস্থিতিশীল করছে।
সমিতি আরও জানিয়েছে, মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের পুনর্বহাল, হয়রানিমূলক বদলির আদেশ বাতিল, সাময়িক বরখাস্ত ও সংযুক্তদের পদায়ন দ্রুত বাস্তবায়ন করলে পল্লী বিদ্যুৎ সমিতি সংকট হ্রাস পাবে এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ সেবা অব্যাহত থাকবে।
সরকারের প্রতি আহ্বান
সমিতি সরকারের কাছে আহ্বান জানিয়েছে, সহজ এবং দ্রুত নিষ্পত্তিযোগ্য বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করে কর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক। এতে কর্মীদের মধ্যে অসন্তোষ দূর হবে এবং দেশের গ্রামীণ বিদ্যুৎ সরবরাহে কোনও বিঘ্ন ঘটবে না।
পল্লী বিদ্যুৎ সমিতি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকারের প্রতি আস্থা বৃদ্ধি পাবে এবং গ্রামীণ জনগণ স্বস্তির সাথে বিদ্যুৎ সেবা গ্রহণ করতে পারবে।