বাবুল খান জামিন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা

- আপডেট সময় : ০৯:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান আওয়ামী লীগ সরকারের সময়ের একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পাওয়ায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি বটতলা মোড় বাজারে সোমবার বিকেলে এ উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
নুরুল্লাগঞ্জ ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ জাহিদুর রহমানের সার্বিক সহযোগীতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার আজাদ, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক পুলক শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাত্তার ফকির, সামাদ মাতুব্বর, বনি মজুমদার প্রমুখ।
উল্লেখ্য শহিদুল ইসলাম বাবুল খান ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রাথী হিসেবে হিসেবে ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসন এলাকায় ব্যাপক গণসংযোগ ও জনসংযোগ করে ইতিমধ্যে বেশ জনপ্রিয় নেতা হিসেবে দৃশ্যমান হয়ে কাজ করছেন ভোটের মাঠে।