অপরাধ জগতের সকল গডফাদারকে ধরতে বিভিন্ন জেলায় গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ । তিনি বলেন, এ সব গোয়েন্দা কর্মকর্তারা প্রতিটি জেলায় যারা মাদক ব্যবসা, সন্ত্রাস, খাস জমি দখল, ঘুষ-দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ জগতের গডফাদার হিসেবে যারা আবির্ভূত হয়েছেন, তাদের জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদের তথ্য সংগ্রহ করে কমিশনের প্রধান কার্যালয়ে রিপোর্ট করবেন। কমিশন এসব রিপোর্ট যাচাই-বাছাই করে এসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচাস্থ সংস্থার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি আরো বলেন, কমিশনের আজকের বৈঠকে দুদকের ২২ টি সমন্বিত জেলা কার্যালয়ে ২২ জন গোয়েন্দা কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সব গোয়েন্দা কর্মকর্তারা গডফাদারদের অবৈধ সম্পদের খোঁজখবর নিয়ে প্রতিবেদন তৈরি ও তাদের আইনের আওতায় আনতে কাজ করবেন।