রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে ২২ মামলার আসামি জুলু গ্রেপ্তার

- আপডেট সময় : ১১:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২২ বার পড়া হয়েছে
জশাহী মহানগরীর টিকাপাড়া ও খুলিপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলাসহ ২২ মামলার পলাতক আসামি, স্বঘোষিত সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান চলে।
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নজরুল ইসলাম জুলুর বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। গ্রেপ্তার অন্য দুইজন হলেন জুলুর ছেলে জিম ইসলাম (২৫) ও তার সহযোগী মো. মুন্না (২৩)।
জুলুর বিরুদ্ধে ঢাকায় ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ ২২টি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় রাজশাহী প্রেসক্লাব দখল করে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিলেন। তার ছেলে, ভাতিজারাও এসব অপকর্মে যুক্ত ছিল।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন এবং রাতেই দখলমুক্ত করা প্রেসক্লাবে তালা ঝুলিয়ে পুনর্দখল নেন।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান বলেন, “জুলু প্রেসক্লাব দখল করে একে টর্চার সেলে পরিণত করেছিলেন। চাঁদা আদায় ও যৌন হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানিয়েছেন, তাদের রিমান্ড চাওয়া হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে।
বাংলাদেশ সেনাবাহিনীর এই সাহসী অভিযানে শহরবাসী স্বস্তি ও সাহস ফিরে পেয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ, সচেতন নাগরিকরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “এমন পদক্ষেপেই সন্ত্রাস ও দুর্নীতি দূর করা সম্ভব।”