আমিরাতে চালু হচ্ছে পাঁচ বছর মেয়াদি ভ্রমণ ভিসা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৪৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / 136
আমিরাতে সব দেশের নাগরিকদের জন্য চালু হচ্ছে পাঁচ বছর মেয়াদি ভ্রমণ ভিসাদেওয়ার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
সোমবার অফিসিয়াল টুইট বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
শেখ মোহাম্মদ টুইটে লিখেন, আজ থেকে আমিরাতে পর্যটন ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে আমিরাতে পর্যটন ভিসার মেয়াদ পাঁচ বছর করা হলো। আর তা বিশ্বের সব দেশের পর্যটকদের বেলায় প্রযোজ্য।
তিনি আরও উল্লেখ করেন, আমাদের বার্ষিক পর্যটক সংখ্যা ২১ মিলিয়ন ছাড়িয়েছে। পর্যটন ভিসার নতুন ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের অন্যতম একটি হবে আমিরাত।






















