করোনা মোকাবেলায় প্রথম ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত

অনলাইন ডেস্ক: করোনা মোকাবেলায় বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের (টিকা) অনুমোদন দিয়েছে ভারত। ভারতের ওষুধ নিয়ন্ত্রক বিভাগ শনিবার তিন ডোজের এ ভ্যাকসিনের অনুমোদন দেয়।

ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ার এ ভ্যাকসিন তৈরি করেছে। জিকোভ-ডি নামের ওই ভ্যাকসিনটির ডোজ নিতে হয় সব মিলিয়ে তিনটি।

ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির দাবি, ডিএনএ ভ্যাকসিনের তিন ডোজ (পূর্ণ ডোজ) গ্রহণ করলে করোনা ৬৬ শতাংশ প্রতিরোধ করা সম্ভব। প্রাথমিকভাবে ১২ কোটি ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, আগের ডিএনএ ভ্যাকসিনগুলো পশু-পাখির ক্ষেত্রে বেশ ভালোভাবে কাজ করেছে, মানুষের ক্ষেত্রে তেমন কাজ দেখায়নি।

ভারতে করোনা মোকাবেলায় এতোদিন কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুটনিক ভি টিকার প্রয়োগ দেখা গেছে। ইতোমধ্যে দেশটিতে টিকা নিয়েছেন ৫৭ কোটি মানুষ।

গত জানুয়ারিতে শুরু হয়ে এ পর্যন্ত ভারতের প্রাপ্ত বয়স্কদের মধ্যে ১৩ শতাংশ করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। ৪৭ শতাংশ ভারতীয় নিয়েছেন কমপক্ষে এক ডোজ টিকা।

ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ার বলছে, তারা ভারতে ভ্যাকসিনটি নিয়ে বৃহত্তর ক্লিনিক্যাল ট্রায়ান সম্পন্ন করেন। দেশটির ৫০টি সেন্টারে ২৮ হাজার স্বেচ্ছাসেবী এ ট্রায়ালে অংশ নেন।

ওষুধ কোম্পানীটির দাবি, প্রথমবারের মতো তরুণদের মধ্যে এ ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়েছে। ১২ থেকে ১৮ বছরের প্রায় এক হাজার জন এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ভারতে করোনার বিস্তার যখন চরমে, তখন এর তৃতীয় ট্রায়াল চালানো হয়েছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তারা বলছে, ডেল্টা ধরনের বিরুদ্ধে এ ডিএনএ ভ্যাকসিন যতেষ্ট কার্যকর।

Leave A Reply

Your email address will not be published.

Title