সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে নতুন করে ৬৬ জনসহ ১৭২৪ জন হোম কোয়ারেন্টাইনে

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ২২ বার পড়া হয়েছে
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনসহ বর্তমানে জেলার ১২টি উপজেলায় ১৭২৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৩৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
জেলায় এ পর্যন্ত ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। তাদের অবস্থা অনেকটা ভাল বলে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানিয়েছেন।
এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। জেলায় হোম কোয়ারেন্টাইনে ৩৯৪৯ জন। এদের মধ্যে মেয়াদ শেষ হওয়ায় ২২২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৪ জন।
জেলা থেকে এ পর্যন্ত ৬৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।