সংবাদ শিরোনাম ::
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩, রোগী শনাক্ত ৩৩

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০ ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে দাড়িয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান -আইইডিসিআর। সোমবার প্রথমবারের মতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক এই তথ্য জানান। তিনি জানান, নতুন করে আরও ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৩৩ জন। নতুন ছয় রোগীর মধ্যে পুরুষ তিন জন, নারী তিন জন। নতুন আক্রান্তদের মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে দুই জন নার্স, একজন চিকিৎসক। সর্বমোট আক্রান্ত ৩৩ জনের মধ্যে এখন ঢাকায় আছেন ১৫ জন, মাদারীপুরে আছেন ১০ জন, নারায়ণগঞ্জে আছেন ৩ জন, গাইবান্ধায় দুই জন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন এবং চুয়াডাঙ্গায় একজন।