নাটোরের চাউল কল ও কাচাবাজারসহ সকল বাজারে জেলা প্রশাসনের অভিযান

নাটোর প্রতিনিধি: নাটোরের চাউল কল ও কাচাবাজারসহ সকল বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানকালে দ্রব্যমূল্য বেশী নেওয়ায় ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আবু হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সুযোগ নিয়ে কোন ব্যবসায়ী যাতে বেশী দামে পণ্য বিক্রি করতে না পারে এজন্য নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে নাটোরের চাউল কলগুলো ও কাচাবাজারসহ সকল বাজারে অভিযান চালানো হয়। এ সময় চাউল ব্যবসায়ীকে বেশী দামে চাউল বিক্রি না করতে সতর্ক করে দেওয়া হয়। অপরদিকে শহরের স্টেশন বাজার এলাকার কাচা বাজারেও মনিটারিং চালানো হয়। এ সময় বেশী মূল্যে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রন রাখতে এই অভিযান নিয়মিত চালানো হবে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.

Title