ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে’ পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি ছক্কার রেকর্ড তামিমের, এক বছরে এত ছয় মারেনি বাংলাদেশও জামালপুরে শহর রক্ষা বাঁধে ধস, ২০ ফুট জায়গাজুড়ে গর্ত উত্তর সিটির প্রশাসক এজাজকে ঘুষের প্রস্তাব, কর্মকর্তা বরখাস্ত পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না: প্রধান উপদেষ্টা শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে : সালাহউদ্দিন

ফরিদপুরে অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / 21

ফরিদপুর প্রতিনিধি : এবার বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ফরিদপুরের মধুখালি উপজেলায়। সহকারীর স্ত্রীকে নিয়ে প্রধানশিক্ষক উধাও! এখবর সর্বত্র ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। ওই প্রধান শিক্ষকের নাম মো. শাহজাহান মৃধা। তার বাড়ি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে। তিনি বর্তমানে মধুখালি উপজেলাধীন কালাপোহা গ্রামের ‘মীরের কাপাষ হাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় অধিবাসী বুলবুল শেখ সাংবাদিকদের বলেন, মধুখালি উপজেলার মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্লা মোহনের স্ত্রী ও দুই সন্তানের জননী মমতাজ মোহনের সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান মৃধার কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রধান শিক্ষকের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অফিস সহকারীর বাড়ি হওয়ার সুবাধে প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে অফিস সহকারীর বাড়িতে প্রায় যাতায়াত করেন। একটি পর্যায়ে তাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের স্বার্থকতা হিসাবে গত ২৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ওই মহিলাকে নিয়ে গ্রাম থেকে উধাও হন। অবশেষে ঘটনাটি জানাজানি হওয়ার পরে এনিয়ে গোটা এলাকায় শুরু হয় গুঞ্জন। অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধা।

অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্লা বলেন, গত ২৭ সেপ্টেম্বর থেকে তার স্ত্রী নিখোঁজ। নিজের স্ত্রীর সন্ধান পেতে ২৯ সেপ্টেম্বর মধুখালি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধাকে ফোন করা হলে তিনি বলেন, আমি একটু ব্যস্ত আছি। আমার মা অসুস্থ। আমি এক ঘন্টা পরে ফোন দিচ্ছি। নিউজটা করার দরকার নাই।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অফিস সহকারী ময়েন উদ্দিন মোল্লা মোহন স্ত্রী নিঁখোজের সাধারণ ডায়েরী করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার কোন খোঁজ পেলে উদ্ধার করা হবে।

এপ্রসঙ্গে মধুখালী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা জানান, বিষয়টি শুনেছি, খোঁজ খবর নেয়া হচ্ছে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার বলেন, ওই শিক্ষা প্রতিষ্টানের অন্য শিক্ষক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের তলব করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও?

আপডেট সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

ফরিদপুর প্রতিনিধি : এবার বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ফরিদপুরের মধুখালি উপজেলায়। সহকারীর স্ত্রীকে নিয়ে প্রধানশিক্ষক উধাও! এখবর সর্বত্র ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। ওই প্রধান শিক্ষকের নাম মো. শাহজাহান মৃধা। তার বাড়ি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে। তিনি বর্তমানে মধুখালি উপজেলাধীন কালাপোহা গ্রামের ‘মীরের কাপাষ হাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় অধিবাসী বুলবুল শেখ সাংবাদিকদের বলেন, মধুখালি উপজেলার মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্লা মোহনের স্ত্রী ও দুই সন্তানের জননী মমতাজ মোহনের সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান মৃধার কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রধান শিক্ষকের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অফিস সহকারীর বাড়ি হওয়ার সুবাধে প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে অফিস সহকারীর বাড়িতে প্রায় যাতায়াত করেন। একটি পর্যায়ে তাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের স্বার্থকতা হিসাবে গত ২৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ওই মহিলাকে নিয়ে গ্রাম থেকে উধাও হন। অবশেষে ঘটনাটি জানাজানি হওয়ার পরে এনিয়ে গোটা এলাকায় শুরু হয় গুঞ্জন। অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধা।

অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্লা বলেন, গত ২৭ সেপ্টেম্বর থেকে তার স্ত্রী নিখোঁজ। নিজের স্ত্রীর সন্ধান পেতে ২৯ সেপ্টেম্বর মধুখালি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধাকে ফোন করা হলে তিনি বলেন, আমি একটু ব্যস্ত আছি। আমার মা অসুস্থ। আমি এক ঘন্টা পরে ফোন দিচ্ছি। নিউজটা করার দরকার নাই।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অফিস সহকারী ময়েন উদ্দিন মোল্লা মোহন স্ত্রী নিঁখোজের সাধারণ ডায়েরী করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার কোন খোঁজ পেলে উদ্ধার করা হবে।

এপ্রসঙ্গে মধুখালী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা জানান, বিষয়টি শুনেছি, খোঁজ খবর নেয়া হচ্ছে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার বলেন, ওই শিক্ষা প্রতিষ্টানের অন্য শিক্ষক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের তলব করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।