সংবাদ শিরোনাম ::
বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪জন দগ্ধ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১৪ বার পড়া হয়েছে
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ করার সময় অসাবধানতায় বিস্ফোরণে ৪জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ১৬ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় উপজেলার মহিপুর কলোনী এলাকায় ঘটে। পরে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা দগ্ধ অবস্থায় ওই বাড়ির চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় দগ্ধরা হলো, মহিপুর কলোনী গ্রামের রাসেল ইমরানের স্ত্রী জোসনা বেগম(৩০), আনোয়ার হোসেনের স্ত্রী হেলেনা বেগম(৪৮), মৃত মোতাহার হোসেনের স্ত্রী আমেনা(৪২) ও আনোয়ার হোসেনের ছেলে নুরুজ্জামান নয়ন(৩২)।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। তবে গ্যাস সিলিন্ডারটি সেটিংকরার সময় ত্রুটি হওয়ায় এ দূর্ঘটনা ঘটে।