ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছক্কার রেকর্ড তামিমের, এক বছরে এত ছয় মারেনি বাংলাদেশও জামালপুরে শহর রক্ষা বাঁধে ধস, ২০ ফুট জায়গাজুড়ে গর্ত উত্তর সিটির প্রশাসক এজাজকে ঘুষের প্রস্তাব, কর্মকর্তা বরখাস্ত পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না: প্রধান উপদেষ্টা শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে : সালাহউদ্দিন ঝিনাইদহে শিশুদের জন্য পরিবেশ কর্মশালা অনুষ্ঠিত সদরপুরে সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদ খানের বিদায় সংবর্ধনা

বিএনপির আন্দোলন ঢাকঢোল পিটিয়ে শুরু,পেনপেনানিতে শেষ 

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / 37

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির আন্দোলন ঢাকঢোল পিটিয়ে শুরু হলেও পেনপেনানিতে শেষ হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

কাদের বলেন, বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। তারা ঢাকঢোল পিটিয়ে আন্দোলন শুরু করে আর পেনপেনানিতে শেষ করে। এবারও দৌড়াতে দৌড়াতে তাদের আন্দোলন পদযাত্রা, এরপর মানববন্ধনে এসে পৌঁছেছে।

তিনি বলেন, যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না।

সেতুমন্ত্রী বলেন, তাদের দলেই তো গণতন্ত্র নেই। তারা তাদের দলে গলতন্ত্রের চর্চাও করে না। সেই দল আবার গণতন্ত্রের কথা বলেন। তাদের শীর্ষ নেতারা সাজাপ্রাপ্ত। মানুষ কীভাবে তাদের গ্রহণ করবে।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের প্রতিহত করতে হবে। আমরা জোর করে তাদের আক্রমণ করবো না। তবে গায়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ফরিদপুরের নতুন কমিটির কাছে আমার নির্দেশ থাকবে, দলকে ঐক্যবদ্ধ রাখবেন। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শুক্র না হয়, তাহলে বাইরের শক্র দলের কোনো ক্ষতি করতে পারবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, শ্যামল ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

 

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির আন্দোলন ঢাকঢোল পিটিয়ে শুরু,পেনপেনানিতে শেষ 

আপডেট সময় : ০৪:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির আন্দোলন ঢাকঢোল পিটিয়ে শুরু হলেও পেনপেনানিতে শেষ হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

কাদের বলেন, বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। তারা ঢাকঢোল পিটিয়ে আন্দোলন শুরু করে আর পেনপেনানিতে শেষ করে। এবারও দৌড়াতে দৌড়াতে তাদের আন্দোলন পদযাত্রা, এরপর মানববন্ধনে এসে পৌঁছেছে।

তিনি বলেন, যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না।

সেতুমন্ত্রী বলেন, তাদের দলেই তো গণতন্ত্র নেই। তারা তাদের দলে গলতন্ত্রের চর্চাও করে না। সেই দল আবার গণতন্ত্রের কথা বলেন। তাদের শীর্ষ নেতারা সাজাপ্রাপ্ত। মানুষ কীভাবে তাদের গ্রহণ করবে।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের প্রতিহত করতে হবে। আমরা জোর করে তাদের আক্রমণ করবো না। তবে গায়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ফরিদপুরের নতুন কমিটির কাছে আমার নির্দেশ থাকবে, দলকে ঐক্যবদ্ধ রাখবেন। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শুক্র না হয়, তাহলে বাইরের শক্র দলের কোনো ক্ষতি করতে পারবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, শ্যামল ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।