ভারতীয় তরুণীকে ফেরত পাঠালেন লালমনিরহাটের বিজিবি

0
লালমনিরহাট প্রতিনিধি: প্রেমেরটানে বাংলাদেশে আসা শিউলী খাতুন (১৭) নামে এক ভারতীয় তরুণীকে ৩ দিন পর উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠিয়েছে লালমনিরহাট-১৫ বিজিবি।
সোমবার (২ মার্চ) বিকাল ৩ টা ৪০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে দুই দেশের
বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ভারতীয় বিএসএফের হাতে তুলে ঐ তরুণীকে দেয়া হয়েছে।
লালমনিরহাটস্থ ১৫ বিজিবি’র হেড় কোয়াটার সূত্রে জানা গেছে, ২৯ ফেব্রয়ারি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কুশাহাটের থরাইখানা গ্রামের সুবেদ শেখের মেয়ে ভারতীয় তরুণী মোছাঃ শিউলি খাতুন (১৭) প্রেমেরটানে বাংলাদেশে পালিয়ে আসে। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গংগারহাট গ্রামের বাবুল মিয়ার পুত্র রুবেন শেখ (২০) বাড়িতে। বিষয়টি ১ মার্চ ভারতীয় ৩৮ বিএসএফের কমান্ড্যান্ট লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ককের কাছে ভারতীয় মেয়েটিকে উদ্ধার করার আহবান জানান। পরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার গংগারহাটের আজোয়াটারী গ্রামের সাবেক মেম্বার মোঃ জামাল উদ্দিনের বাড়ি হতে মেয়েটিকে উদ্ধার করা হয়। বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে ফুলবাড়ি সীমান্তে পতাকা বৈঠক শেষে ভারতীয় তরুনীকে বিএসএফের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দিয়েছেন, নায়েক সুবেদার জহিরুল ইসলাম, ভারতীয় বিএসএফর পক্ষে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় কুশারহাট ৩৮ বিএসএফ ক্যাম্পের এসআই জতিন্দ্র নাথ সিং।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এএম তৌহিদুল আলম পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title