রোজা রেখে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা

টাঙ্গাইল প্রতিনিধি: বেশ কিছু পোশাক শ্রমিক কারখানার মালিকরা ২৬ এপ্রিল রোববার থেকে কারখানা খোলার নির্দেশ দেয়। এর ফলে গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যোগ দিতে পায়ে হেটেই রোওনা দেন শ্রমিকরা। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেখা গেছে শ্রমিকদের উপচে পড়া ভীড়। মহামারি করোনা আতঙ্কের মধ্য রোজা রেখে জীবনের ঝুঁকি নিয়ে অনুমতিহীন যানবাহনে কর্মস্থলে ফিরছেন তারা।

শ্রমিকরা জানান, কাজে যোগ না দিলে চাকরি থাকবেনা। তাই চাকরি হারানোর ভড়ে ও খাবার সংকটের কারণে করোনা অাতঙ্কের নিয়ে রোজা রেখে পায়ে হেঁটে কর্মস্থলে ফিরছি আমরা। গেল মাসের বেতনও দেয়া হয়নি আমাদের। এখন না গেলে বেতনতো দেবেইনা এবংকি চাকরি থেকে বের করে দেয়ার হবে জানিয়েছে মালিক পক্ষ। যার ফলে গণপরিবহন না থাকায় অনুমোদনহীন যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে ও পায়ে হেঁটে চরম ঝুঁকি নিয়েই কর্মস্থলে যাচ্ছি আমরা।

Leave A Reply

Your email address will not be published.

Title