লকডাউনে যেসব নির্দেশনাগুলো মেনে চলতে হবে

0

দেশে করোনার সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ রবিবার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশনাগুলো হলো-

  • আগামীকাল (৫ এপ্রিল) থেকে সাতদিনের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার

  • জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়া যাবে না

  • সব ধরনের দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে

  • প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে কাঁচাবাজার

  • কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না। তবে হোম-ডেলিভারি সেবা দিতে পারবে রেস্তোরাঁগুলো

  • অভ্যন্তরীণ বিমান, নৌ ও গণপরিবহন বন্ধ থাকবে

  • জরুরি ওষুধ, সেবা ও পণ্যবাহী যানবাহন লকডাউনের আওতামুক্ত থাকবে

  • সব ধরনের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খোলা রাখা যাবে

  • সশস্ত্র বাহিনী বিভাগ ঢাকায় সুবিধাজনক স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে

  • ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে

  • সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে

Leave A Reply

Your email address will not be published.

Title