সংবাদ শিরোনাম ::
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে নিম্ন আদালতের সব কার্যক্রম ১২টা পর্যন্ত মুলতবি

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৩৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ ৮ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে ঢাকার নিম্ন আদালতের সব কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মুলতবি রয়েছে।
ফলে এই সময়ে মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং মহানগর ও জেলার সব ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ থাকছে।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব থেকেই সরস্বতী পূজা উপলক্ষে এ আদালতের কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি রাখার সিদ্ধান্ত ছিল। তাই এ সময়ের মধ্যে কোনো বিচারিক কাজ চলবে না।