সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে নিম্ন আদালতের সব কার্যক্রম ১২টা পর্যন্ত মুলতবি

সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে ঢাকার নিম্ন আদালতের সব কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মুলতবি রয়েছে।

ফলে এই সময়ে মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং মহানগর ও জেলার সব ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ থাকছে।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব থেকেই সরস্বতী পূজা উপলক্ষে এ আদালতের কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি রাখার সিদ্ধান্ত ছিল। তাই এ সময়ের মধ্যে কোনো বিচারিক কাজ চলবে না।

Leave A Reply

Your email address will not be published.

Title