সুনামগঞ্জে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছর পূর্তির সূবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীতে যখন বিদেশের বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসতে শুরু করেছেন তখনই স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদি গোষ্ঠির অপতৎপরতা দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শহরের রমিজ বিপণীস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর ,জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে, প্রমুখ।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেছেন,আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^ বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল। এই স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো ১৯৭১ সালে যেমন স্বাধীনতা সংগ্রাম মেনে নিতে পারেনি ঠিক পাকিস্থানী ভাবধারায় পরাজিত শক্তিদের এজেন্ডা বাস্তবায়নে আজকে বন্ধু প্রতিম ভারতের প্রধানমন্ত্রীর দেশে আগমনে যে বিশৃংখলা চালিয়েছে তা প্রতিহত করতে যুবলীগর প্রতিটি নেতাকর্মীরা প্রস্তুত বলে জানান। তিনি আগামীকাল শনিবার সকাল থেকে সুনামগঞ্জে স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা মোকাবেলায় শহরের ট্রাািফক পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে সুনামগঞ্জ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে থাকবে বলেও ঘোষনা দেন।

কেএম শহীদুল
সুনামগঞ্জ প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title