অবশেষে জুলাই যোদ্ধা সুরভীর জামিন
- আপডেট সময় : ০৯:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 13
আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে (১৭) অবশেষে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তার জামিন মঞ্জুর করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক অমিত সাহা।
বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।
তাহারিমা জান্নাত সুরভি গাজীপুরের টঙ্গী থানাধীন পূর্ব গোপালপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
এর আগে, সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির পর আদালত চত্বরে সুরভীর পরিবার, সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা ভিড় করেন। এ সময় তারা সুরভীকে মুক্তি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান।
পরে সুরভীর মামলায় রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয়। শুনানির পর রিমান্ড বাতিলের আদেশের নকল সংগ্রহ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জর করেন।
প্রসঙ্গত, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ ও সাংবাদিকের দায়ের করা মামলায় গত ২৫ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাহরিমা জান্নাত সুরভীকে। অভিযোগ আনা হয়, গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকার নেওয়াসহ স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কুরোচিপূর্ণ মন্তব্যে করেন তিনি।





















