ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিইউ‘র অভাবে অসুস্থ মাকে বাঁচাতে পারলেন না একুশ তাফাদার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • / 50

কৃষান পন্হ দাশ,সিলেট প্রতিনিধিঃ-“আমার মায়ের জন্য কি কোন আইসিইউ হবে”কেউ কি একটু সাহায্যর হাত বাড়াবেন, কান্নায় আত্মহার হয়ে বলছেন একুশ তাপাদার।আইসিইউর কোন উপযুক্ত ব্যবস্হা না থাকায় মারা গেছেন সাংবাদিক একুশ তাপাদারের মা।

জানা যায়, ইংরেজী ডেয়েলি স্টারের ক্রিড়া প্রতিবেদক একুশ তাপাদারের মা লুৎফা বেগম তাপাদার(৭৪) বেশ কয়েকদিন ধরে সাময়িক ভাবে অসুস্হতায় ভুগছিলেন। সিলেট বিয়ানীবাজার এর বাসিন্দা লুৎফা বেগমের বর্তমান ঠিকানা সিলেট বটেশ্বর এলাকায়।

রবিবার (৭ই জুন) রাত ১০ টার দিকে বেগম লুৎফা বেগম তাপাদার কে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ এ ভর্তি করা হয়।কিন্তু রাত প্রায় ২টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে, কর্তব্যরত ডাক্তার গভীরভাবে পর্যবেক্ষন করে আইসিইউতে যাওয়ার পরামর্শ দেয়।কিন্তু হসপিটালে কোন ধরনের আইসিইউ খালি না থাকলে অকালে রাত ৪ টার দিকে মৃত্যুবরন করেন একুশ তাপাদারের মা।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইসিইউ‘র অভাবে অসুস্থ মাকে বাঁচাতে পারলেন না একুশ তাফাদার

আপডেট সময় : ০৩:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

কৃষান পন্হ দাশ,সিলেট প্রতিনিধিঃ-“আমার মায়ের জন্য কি কোন আইসিইউ হবে”কেউ কি একটু সাহায্যর হাত বাড়াবেন, কান্নায় আত্মহার হয়ে বলছেন একুশ তাপাদার।আইসিইউর কোন উপযুক্ত ব্যবস্হা না থাকায় মারা গেছেন সাংবাদিক একুশ তাপাদারের মা।

জানা যায়, ইংরেজী ডেয়েলি স্টারের ক্রিড়া প্রতিবেদক একুশ তাপাদারের মা লুৎফা বেগম তাপাদার(৭৪) বেশ কয়েকদিন ধরে সাময়িক ভাবে অসুস্হতায় ভুগছিলেন। সিলেট বিয়ানীবাজার এর বাসিন্দা লুৎফা বেগমের বর্তমান ঠিকানা সিলেট বটেশ্বর এলাকায়।

রবিবার (৭ই জুন) রাত ১০ টার দিকে বেগম লুৎফা বেগম তাপাদার কে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ এ ভর্তি করা হয়।কিন্তু রাত প্রায় ২টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে, কর্তব্যরত ডাক্তার গভীরভাবে পর্যবেক্ষন করে আইসিইউতে যাওয়ার পরামর্শ দেয়।কিন্তু হসপিটালে কোন ধরনের আইসিইউ খালি না থাকলে অকালে রাত ৪ টার দিকে মৃত্যুবরন করেন একুশ তাপাদারের মা।