সংবাদ শিরোনাম ::
আজ রোববার পয়লা ফাল্গুন

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪ বার পড়া হয়েছে
আজ রোববার পয়লা ফাল্গুন। শিমুল-পলাশ-অশোকের শাখায় শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে আর মলিন পাতা ঝরিয়ে আবারও এল ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুলের সমাহার। কোকিলের কুহু কুহু ডাক। টিয়ে, বুলবুলি ও বসন্তবাউরির কলকাকলিতে মুখর চারদিক। গাছের শাখায় নতুন পাতার উদ্গম, যেন নতুন হয়ে উঠছে পুরোনো পৃথিবী। হলুদ আর লাল পোশাকে বাহারি আনন্দে মেতে উঠেছেন তরুণ-তরুণীরাও। ফুলের দোকানে ভিড়। কোথাও নাচগানের উৎসব। করোনার প্রভাবে এবার বসন্তবরণ উৎসবের আমেজ আগের বছরের তুলনায় অনেকটাই কম। তবু থেমে নেই অনেকে। এরই মধ্যে সপরিবারে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। বাসন্তী রঙের পোশাক ও নানা সাজে ফাগুন আর ভালোবাসার ছোঁয়া লেগেছে তাঁদের। দেশজুড়ে দিনভর চলবে এ বসন্তবরণ উৎসব।