কমছে চালের দাম
- আপডেট সময় : ১২:১৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 7
অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের চালের বাজার স্মরণকালের অন্যতম বড় সংকটের মুখোমুখি হয়েছে। এশিয়ার অন্যতম বৃহৎ এই চাল রপ্তানিকারক দেশে চালের দাম গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, যা দেশটির কৃষি অর্থনীতির জন্য অশনি সংকেত।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি থাইল্যান্ডে ৫ শতাংশ ভাঙা চালের দাম টনপ্রতি ৩৩৫ ডলারে বিক্রি হচ্ছে, যা বিশ্ববাজারে চালের নিম্নমুখী প্রবণতারই প্রতিফলন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী চালের গড় দাম ১৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। সংস্থাটির তথ্যমতে, গত আগস্টে চালের দাম আট বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।
পরিসংখ্যান বলছে, এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে প্রায় ২১.৭ শতাংশ। গত বছরের অক্টোবরে যেখানে চালের বৈশ্বিক মূল্যসূচক ছিল ১২৫.৭ পয়েন্ট, চলতি বছরের একই সময়ে তা ৯৮.৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই ব্যাপক দরপতনের পেছনে মূল কারণ হলো বিশ্বজুড়ে চালের অতিরিক্ত সরবরাহ। ভারত ও মিয়ানমারের মতো প্রতিযোগী দেশগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন খরচ কমিয়ে এনেছে এবং কম দামে উন্নত মানের চাল রপ্তানি করছে। এর বিপরীতে, থাইল্যান্ডের ভর্তুকিনির্ভর কৃষি ব্যবস্থা এবং দীর্ঘদিনের নীতিগত দুর্বলতার কারণে দেশটির কৃষকরা প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়েছেন, যা তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় দুর্বল করে তুলেছে।
তাছাড়া, সম্প্রতি ভারত সরকার চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পর বিশ্ববাজারে সরবরাহ আরও বৃদ্ধি পায়, যা দাম কমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে।
থাইল্যান্ডের কৃষি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তবে কৃষকরা ধান চাষে উৎসাহ হারিয়ে ফেলবেন। এর ফলে ভবিষ্যতে দেশটির চাল উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
























