কাপাসিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
																
								
							
                                
                              							  অনলাইন ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় : ০৫:১৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
 - / 52
 
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া উপজেলায় জাতির জনক ববঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে জন্মশতবর্ষ উপলক্ষে শাহজাহান স্মৃতি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও  মুক্তধারার যৌথ উদ্যোগে  ১১টি বিদ্যালয়, ১০টি মসজিদ, ২টি মাদরাসা ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি  উদ্বোধন করা হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলা লোহাদী উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষরোপন উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপন উদ্বোধন করেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড, মো. আমানত হোসেন খান।
শাহজাহান স্মৃতি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজবন্ধু মোহাম্মদ ইকবাল হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, সাবেক প্রধান শিক্ষক আ: ছাত্তার, ভায়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাবষক জাকির হোসেন, শাহজাহান স্মৃতি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শিমুল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পাঠান, ম্যানেজার আঃ বাতেন, সহকারি প্রধান শিক্ষক আঃ কাদের, ইউপি সদস্য আমির হোসেন তারা মিয়া, কাপাসিয়া মুক্তধারা সদস্য ইমরান হোসেন প্রমুখ।
							
                            
																			
																		




















