গোপালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রধান শিক্ষককের মৃত্যু
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / 55
মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধঃ টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম খলিল (৬৫) নামে এক স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সৈয়দপুর গ্রামের গরিবুল্লাহ শেখের ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোপালপুর পৌর শহরের সূতী বিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে। গুরুত্ব আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় সে মৃত্যুবরণ করেন। তিনি ঝাওয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, শিক্ষক খলিল মোটরসাইকেল যোগে নন্দনপুর যাচ্ছিল। পথিমধ্যে শিক্ষক খলিল পৌর শহরের সূতী বিএম পাইলট বিদ্যালয়ে কাছাকাছি পৌঁছালে বিপরীত দিকে ছেড়ে আসা ট্রাকের সাথের সংঘর্ষ হয়। এতে
তিনি ঘটনাস্থলে ট্রাকের চাপায় গুরুত্বর আহত হলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। পরে তার শারীরিক আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

























