ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের ডামাডোলে যেন অনেকটা আড়ালেই পড়ে গিয়েছিল ক্রাইস্টচার্চে হওয়া নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। অথচ দিনশেষে টেস্ট ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে থাকল এই টেস্ট। একটা টেস্ট যত কারণে উত্তাপ ছড়াতে পারে সবকিছুই দেখা গেল ক্রাইস্টচার্চে
একটা পরিসংখ্যানে দৃশ্যপটটা আরও পরিষ্কার করা যাক। প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হওয়া ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ৫৩১ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে দুই দিন টিকে থাকবে এমনটা কে ভেবেছিল? স্বাগতিক নিউজিল্যান্ডের নিশ্চিত জয়ের ম্যাচটা রীতিমতো ছিনিয়ে নিলেন শাই হোপ, জাস্টিন গ্রিভস ও কেমার রোচরা। যদিও জিততে পারেননি, তবে শেষ পর্যন্ত জয়ের সমান এক ড্র উপহার দিয়েছেন দলকে তারা।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৫৭ রান তুলেছে ক্যারিবীয়রা। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। শাই হোপের ১৪০ রানের ইনিংসের পর অতিমানবীয় এক ইনিংস উপহার দিয়েছেন জাস্টিন গ্রিভস। ৩৮৮ বলে ২০২ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন টেলএন্ডার কেমার রোচ। ৫৩ রানে টিকে ছিলেন। বল খেলেছেন ২৩৩টি।
জয় থেকে শত রানের কম দূরত্বে থাকতেই পঞ্চম দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় ম্যাচ অমিমাংসিত থেকেছে। তবে ক্যারিবীয়দের ডাগআউটে ড্যারেন সামিদের উচ্ছ্বাস দেখেই বুঝা গেছে, এই মুহূর্তটাই চেয়েছে তারা।
বিস্তারিত আসছে…























