ঢাকা নবাবগঞ্জ রোডে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত-১, আহত-৩
																
								
							
                                - আপডেট সময় : ০৩:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
 - / 59
 
প্রাইম টিভি বাংলা(অনলাইন)ঃ
 ঢাকা নবাবগঞ্জ রোডের  সিরাজদিখানে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক খান (২৭) নামে এক  মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে কেরানীগঞ্জ মডেল থানার গোয়ালখালী গ্রামের নজরুল খানের পুত্র । গুরুতর আহত ৩ জনকে প্রথমে রোহিতপুর ল্যাব ওয়ান হাসপাতালে ও পরে স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হয়েছে । মঙ্গলবার দুপুর ৩ টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রীজের কাছে এ ঘটনা ঘটে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ঢাকাগামী ১ টি মোটর সাইকেলের সাথে বিপরীত দিকে থেকে আসা ১ টি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ৪ জন আহত হয় । গুরতর আহত অনিককে   কেরানীগঞ্জের ল্যাব ওয়ান হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় । বাকী ৩ জন আহতদের ঢাকা মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে । নিহত অনিকের সাথে থাকা আহত শ্রাবণী কেরানীগঞ্জ মডেল থানার কামার্তা  গ্রামের বাসিন্দা। অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি ।নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির এএসআই এনায়েত হোসেন  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২ মোটর সাইকেল মুখোমুখীর সংঘর্ষে ১ জন নিহত ও  ৩ জন আহত হয়েছে তাদের মিটফোর্ট হাসপাতালে নেওয়া হয়েছে । তাদের এক জনের পরিচয়  পাওয়া গেলেও বাকি দুই জনের পরিচয় জানা  যায়নি ।
																			
																		





















