দল সুসংগঠিত হলে গণতন্ত্র, ভোটের অধিকার নেত্রীর মুক্তি তারেক রহমানকে ফিরিয়ে আনা সম্ভব || আলহাজ্ব এম এ হান্নান

- আপডেট সময় : ০১:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১ ১৬ বার পড়া হয়েছে
দ্বিধা বিভক্ত, কোরাম সৃষ্টি, গ্রুপিং করা এসব থাকলে দল কখনো সু সংঘটিত হতে পারবে না। দল সুসংগঠিত ও একক নেতৃত্বে নেতৃত্ব প্রদান করলেই দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার এবং গণতন্ত্রের নেত্রী ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। দলের মধ্যে দ্বিধাবিভক্ত এবং গ্রুপিং থাকলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষে যাওয়া সম্ভব হবে না। দলকে সুসংগঠিত করে আগামী দিনে গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকা সর্বোপরি দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের সবাইকে একটি নির্দিষ্ট লক্ষ্যে আনতে বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণের অনুষ্ঠানে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক দানবির আলহাজ এম এ হান্নান প্রধান অতিথি হিসেবে উপরুক্ত কথাগুলো বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল,সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ, চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমুখ।
এমরান হোসেন লিটন
চাঁদপুর প্রতিনিধি