নারায়নগঞ্জ ফুতল্লা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রান বিতরন করেছেন জেলা প্রশাসক
																
								
							
                                
                              							  অনলাইন ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় : ১০:২৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
 - / 58
 
নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস রোধে নারায়ণগঞ্জে জনসচতেনতায় ও জনসাধারণকে সামাজকি দূরত্ব বজায় চলা ও নিজ ঘরে অবস্থান করার লক্ষ্যে ফতুল্লা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন।
সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর, ফতুল্লা রেল ষ্টশেন এলাকার খলোর মাঠ, ট্রাক স্ট্যান্ড, ফতুল্লা বাজার, পঞ্চবটি এলাকা পরর্দিশন করেন তিনি। ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগ সভাপতি ফরদি আহম্মদ লিটন এবং নারী কল্যাণ সংঘের সভাপতি রহিমা আক্তার আক্তার লিজার সৌজন্যে বস্তিবাসী, দিন মজুর ও সুবধিা বঞ্চিত ১ হাজার পরবিাররে মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।
এ সময় তিনি বলেন, আপনারা নিজ ঘরে অবস্থান করুন, আমরা আপনার বাসায় এসে ত্রান পৌছে দিব। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বেড় হবেন না। জনগণকে সামাজকি দূরত্ব মেেন চলার অনুরোধ জানান ।
																			
																		

















