ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল ইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 7

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা তিনটার পরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমাদের পোস্টাল ভোট বিডিতে আমাদের প্রবাসী এবং দেশের অভ্যন্তরে যে তিন ক্যাটাগরির মানুষ বা ভোটাররা নিবন্ধন করে ভোটদানের যে সময়সীমা আমরা করেছিলাম ৩১ ডিসেম্বর পর্যন্ত, এটা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে অনেকে এখনো কমপ্লিট করতে পারছেন না। এজন্য আমাদেরকে বারবার করে অনুরোধ করছেন। আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। সেই বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। আগামী বছরের ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এটা থাকবে। এটা আর বাড়ানোর কোন সুযোগ থাকবে না।

এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল ইসি

আপডেট সময় : ০৯:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা তিনটার পরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমাদের পোস্টাল ভোট বিডিতে আমাদের প্রবাসী এবং দেশের অভ্যন্তরে যে তিন ক্যাটাগরির মানুষ বা ভোটাররা নিবন্ধন করে ভোটদানের যে সময়সীমা আমরা করেছিলাম ৩১ ডিসেম্বর পর্যন্ত, এটা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে অনেকে এখনো কমপ্লিট করতে পারছেন না। এজন্য আমাদেরকে বারবার করে অনুরোধ করছেন। আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। সেই বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। আগামী বছরের ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এটা থাকবে। এটা আর বাড়ানোর কোন সুযোগ থাকবে না।

এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।