ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে এক বছর ধরে বিদ্যুৎহীন দুই হাজার পরিবার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 3

অনলাইন ডেস্ক: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাছিরপুর ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার দীর্ঘ এক বছর ধরে বিদ্যুৎহীন জীবনযাপন করছেন। গেল বছর নদীর স্রোতে সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে ওই দুই ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর পদ্মা নদীর তীব্র স্রোতের সময় চরাঞ্চলে বসানো সাবমেরিন ক্যাবল ছিঁড়ে গেলে পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়।

এরপর থেকে বিদ্যুৎ বিভাগে বারবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত স্থায়ী বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মোজাফফরপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘এক বছর ধরে আমরা অন্ধকারে আছি। রাতে শিশুদের পড়াশোনা করানো যায় না। মোবাইল চার্জ দিতে নদী পার হয়ে অন্য ইউনিয়নে যেতে হয়।’

স্থানীয় ব্যবসায়ী রাজা মল্লিক বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, পাখা, টেলিভিশন সব অকেজো হয়ে গেছে। বাজারের পণ্য সংরক্ষণ করা যায় না। গরমে শিশু ও বৃদ্ধদের কষ্টে থাকতে হয়।’

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

দোকানে ফ্রিজার বা লাইট না থাকায় বিক্রি কমে গেছে। আমি নিয়মিত বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করছি, আশা করি দ্রুত সমাধান হবে।”
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ইউনিয়ন দুটি পদ্মা নদীবেষ্টিত হওয়ায় এখানকার বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ কঠিন। ক্যাবল মেরামত এবং নতুন করে বিদ্যুৎ লাইন স্থাপনে সময় ও বাজেটের প্রয়োজন রয়েছে। তবে দ্রুত সমস্যাটি সমাধান করা হবে।’

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, ‘চরাঞ্চলে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ক্যাবলটি মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।’

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে এক বছর ধরে বিদ্যুৎহীন দুই হাজার পরিবার

আপডেট সময় : ১২:০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

অনলাইন ডেস্ক: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাছিরপুর ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার দীর্ঘ এক বছর ধরে বিদ্যুৎহীন জীবনযাপন করছেন। গেল বছর নদীর স্রোতে সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে ওই দুই ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর পদ্মা নদীর তীব্র স্রোতের সময় চরাঞ্চলে বসানো সাবমেরিন ক্যাবল ছিঁড়ে গেলে পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়।

এরপর থেকে বিদ্যুৎ বিভাগে বারবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত স্থায়ী বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মোজাফফরপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘এক বছর ধরে আমরা অন্ধকারে আছি। রাতে শিশুদের পড়াশোনা করানো যায় না। মোবাইল চার্জ দিতে নদী পার হয়ে অন্য ইউনিয়নে যেতে হয়।’

স্থানীয় ব্যবসায়ী রাজা মল্লিক বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, পাখা, টেলিভিশন সব অকেজো হয়ে গেছে। বাজারের পণ্য সংরক্ষণ করা যায় না। গরমে শিশু ও বৃদ্ধদের কষ্টে থাকতে হয়।’

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

দোকানে ফ্রিজার বা লাইট না থাকায় বিক্রি কমে গেছে। আমি নিয়মিত বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করছি, আশা করি দ্রুত সমাধান হবে।”
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ইউনিয়ন দুটি পদ্মা নদীবেষ্টিত হওয়ায় এখানকার বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ কঠিন। ক্যাবল মেরামত এবং নতুন করে বিদ্যুৎ লাইন স্থাপনে সময় ও বাজেটের প্রয়োজন রয়েছে। তবে দ্রুত সমস্যাটি সমাধান করা হবে।’

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, ‘চরাঞ্চলে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ক্যাবলটি মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।’