বার এসোসিয়েশনে আইন বই বিতরণ করল কবির হোসেন স্মৃতি সংঘ
বার এসোসিয়েশনে আইন, বই বিতরণ করল কবির হোসেন স্মৃতি সংঘ

- আপডেট সময় : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫ ৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃবার এসোসিয়েশনে আইন, বই বিতরণ করল কবির হোসেন স্মৃতি সংঘ, রাজশাহী বিভাগীয় কবির হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন লাইব্রেরিতে মূল্যবান আইনবিষয়ক বই বিতরণ করা হয়েছে, এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছেন, সংগঠনের অন্যতম সক্রিয় ব্যক্তিত্ব মোঃ নাসির হোসেন অস্থির।
আজ বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জমশেদ আলির হাতে নয়টি আইন বিষয়ক গুরুত্বপূর্ণ বই হস্তান্তর করা হয়। বইগুলো বার এসোসিয়েশনের লাইব্রেরিতে যুক্ত হবে, যা আগামী দিনে তরুণ ও অভিজ্ঞ আইনজীবীদের গবেষণা ও পঠনপাঠনে সহায়ক হবে।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: রাজশাহী বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এনতাজুল হক বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট মোঃ সাদিকুল ইসলাম সোহাগ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদুল, রাজশাহী মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি।
এ সময় বক্তারা বই বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “বই মানুষের জীবনের অন্ধকার দূর করে, জ্ঞান ও চেতনার দরজা খুলে দেয়। আইন বিষয়ক বইসমূহ আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও নৈতিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
মোঃ জমশেদ আলি বলেন, “আমাদের বার লাইব্রেরিতে প্রতিনিয়ত আইনবিষয়ক হালনাগাদ বইয়ের প্রয়োজন পড়ে। অস্থির সাহেবের এই সহযোগিতা সত্যিকার অর্থে আমাদের বারকে আরও সমৃদ্ধ করল। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, “অস্থির সাহেব কেবল বার লাইব্রেরিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার বিভিন্ন পাঠাগারে বই বিতরণ করে চলেছেন। তিনি তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে নিরলস কাজ করছেন, যা সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।”
এই উদ্যোগের মাধ্যমে যেমন একজন ব্যক্তি সমাজের জন্য কীভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন তা প্রমাণিত হয়েছে, তেমনি তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার আগ্রহও বাড়বে বলে উপস্থিত ব্যক্তিরা মত দেন।
এডভোকেট এনতাজুল হক বাবু বলেন, “এই বইগুলো আমাদের নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য রেফারেন্স হিসেবে কাজ করবে। আমরা চাই এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া হোক।”
এডভোকেট সাদিকুল ইসলাম সোহাগ বলেন, “আজকের এই আয়োজন শুধু একটি বই বিতরণ অনুষ্ঠান নয়—এটি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এক চেষ্টা। অস্থির সাহেব এই উদ্যোগের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন।”
সাংগঠনিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বই বিতরণ একটি প্রশংসনীয় ও কার্যকর উদ্যোগ। রাজশাহীর মতো শহরে যেখানে সংস্কৃতি ও শিক্ষা ঐতিহ্যবাহী, সেখানে এমন আয়োজন ভবিষ্যতের জন্য অনুপ্রেরণাদায়ী।
মোঃ নাসির হোসেন অস্থির জানান, “আমি বিশ্বাস করি, একটি ভালো বই একজন মানুষের চিন্তা-চেতনায় বিপ্লব ঘটাতে পারে। আমি চাই রাজশাহীর তরুণ সমাজ বইয়ের জগতে প্রবেশ করুক, জ্ঞানের আলোয় আলোকিত হোক। আইন, ইতিহাস, সমাজতত্ত্ব—এমন নানা বিষয়ে বই বিতরণ করে আমরা একটি জ্ঞাননির্ভর সমাজ গড়ে তুলতে চাই।”
তিনি আরও জানান, ভবিষ্যতে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও কমিউনিটি সেন্টারে বই বিতরণ কার্যক্রম চালু থাকবে। এতে তরুণদের পাশাপাশি বয়স্করাও জ্ঞানের আলোয় আলোকিত হতে পারবেন।
অনুষ্ঠান শেষে বার এসোসিয়েশনের সদস্যরা ও অতিথিবৃন্দ বইগুলো হাতে নিয়ে দেখেন এবং বার লাইব্রেরিতে যথাযথ সংরক্ষণের আশ্বাস দেন।
বই বিতরণ অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজ ও সংস্কৃতির উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ কতটা কার্যকর হতে পারে তার বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।