ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছে গাজা ইসরায়েল হামলায় নিহত ৭২, আহত ৩১৪ ট্রাম্প পুতিন বৈঠক ১৫ আগস্ট আলাস্কায়, কেন্দ্রবিন্দু রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান গাজীপুর সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও দুইজন গ্রেপ্তার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে ইউনাইটেড মিডিয়া ফোরামের তীব্র নিন্দা ভূজপুর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল কাশেম গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট ফিরেছে টয়লেট সমস্যায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা কী অন‍্যায় করেছিল আমার ছেলে, প্রশ্ন নিহত সাংবাদিক তুহিনের বাবার শর্তছাড়াই পুতিনের সঙ্গে বসতে চান ট্রাম্প

ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না25

ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না25

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না, ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ঈদে তিনি হাজির হয়েছেন একগুচ্ছ নাটক নিয়ে। সাড়াও পাচ্ছেন বেশ।

তবু ব্যস্ততার ফাঁকে কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ইমরান মাহমুদুলের ‘কেন এত চাই চাই তোকে’, ‘এত ভালোবাসি’, ‘পরাণ বন্ধুরে’ গানগুলোতে দেখা গেছে তাঁকে। ফের ইমরানের সঙ্গেই নতুন মিউজিক ভিডিও করবেন পায়েল। এরই মধ্যে ইমরান বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তবে পায়েল বললেন, ‘এখনো চূড়ান্ত হয়নি। তবে কথাবার্তা হয়েছে। শিগগির হয়তো কাজটি করা হবে।’
পায়েল এ পর্যন্ত যত মিউজিক ভিডিও করেছেন, বেশির ভাগই ইমরানের গান। এর বাইরে হাবিব ওয়াহিদের ‘বোকা মন’-এ অভিনয় করেছিলেন।

তবে সেটিও ইমরানের সুর-সংগীতে। তবে বছর সাতেক আগে তাহসান খানের ‘ভালোবাসি তাই’ গানে মডেল হয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে পায়েল বলেন, ‘সংখ্যায় হয়তো ইমরানের সঙ্গেই মিউজিক ভিডিও বেশি। তবে হাবিব ওয়াহিদ ও তাহসান খানের গানেও অভিনয় করেছি। আসলে কেউ ভালো প্রজেক্ট নিয়ে এলে তবেই করি। ভালো গান, ভিডিওর অ্যারেঞ্জমেন্ট পছন্দসই হলে করি। এমনিতে সবার সঙ্গেই কাজ করতে আগ্রহী আমি। আর ইমরানের সঙ্গে বোঝাপড়া ভালো। সে খুব হেল্পফুল। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই বারবার একসঙ্গে কাজ হয়।’
ঈদ নাটকের খতিয়ান

এই ঈদে পায়েল অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সম্মান’, ‘সিন্দুক’, ‘চিড়িয়াঘর’, ‘ঝাল মুড়ি’, ‘লাভ লুপ’, ‘চাঁদের হাট ২’, ‘বন্ধুত্ব নাকি প্রেম’ ইত্যাদি। নির্দিষ্ট সংখ্যা না বললেও পায়েল জানালেন, ঈদে এরই মধ্যে ১০টির মতো নাটক এসেছে তাঁর। সামনে আরো আসার কথা রয়েছে। পায়েলের ভাষ্য, “রেসপন্স বেশ ভালো। ‘সম্মান’ নাটকটির জন্য অনেক সাড়া পাচ্ছি। এ ছাড়া ‘বন্ধুত্ব’, ‘চাঁদের হাট ২’ নাটকগুলোও দর্শক পছন্দ করেছে। ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না। আরো তিনটি নাটক আসার কথা ছিল ঈদে। শুটিং শেষ না হওয়ায় আসেনি। ওগুলোও বেশ ভালো গল্পের কাজ।”

আগামীকাল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসবে ওসমান মিরাজের নাটক ‘তোমার আমার’। এতে পায়েলের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। নাটকটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। এর সূত্র ধরেই অভিনেত্রীর কাছে জিজ্ঞাসা, বিদেশে শুটিংয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিংবা কোনো প্রতিবন্ধকতা দেখতে পান কি না?

‘বিদেশে যেসব নাটকের শুটিং হয়েছে, সেগুলোর গল্পও বিদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। খুব সুন্দর গল্পে এ কাজটি করেছি। টিমের সবাই বেশ কো-অপারেটিভ। একজন আরেকজনকে সহযোগিতা করেছে। তাই খুব একটা কষ্ট হয়নি শুটিংয়ে’-জবাব দিলেন পায়েল।

ঈদ মানেই লম্বা এক ছুটি। পরিবারের সঙ্গে উদযাপন, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। ঠিক এমনই কেটেছে পায়েলের ঈদ। বললেন, ‘ঈদ বরাবরই ঢাকায় করি। এবারও তাই হয়েছে। পরিবারের সঙ্গে ভালোভাবেই কেটেছে ঈদের দিনগুলো। এরপর কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। এভাবেই কেটেছে ঈদের ছুটি।’

আর ঈদের ছবি? বড় পর্দায় মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি তারকাদেরও আগ্রহ দেখা যায়। তবে পায়েল জানান, ব্যস্ততার কারণে তিনি কোনো ছবি দেখতে পারেননি এখনো।

ছুটি সময় ফুরাল। ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরলেন পায়েল। গতকাল একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন। আর আজ থেকে শুরু করবেন নাটকের শুটিং। মজার ব্যাপার হলো, নাটকটির নামও ‘লাইট ক্যামেরা অ্যাকশন’। নির্মাণে মহিদুল মহিম। পায়েলের সঙ্গে আছেন জোভান। অভিনেত্রী জানান, ঈদের আগেই নাটকটির শুটিং শুরু হয়েছিল। তবে সম্পন্ন করতে পারেননি। তাই এটা দিয়েই ফিরছেন ক্যামেরার সামনে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না25

ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না25

আপডেট সময় : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

বিনোদন ডেস্কঃব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না, ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ঈদে তিনি হাজির হয়েছেন একগুচ্ছ নাটক নিয়ে। সাড়াও পাচ্ছেন বেশ।

তবু ব্যস্ততার ফাঁকে কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ইমরান মাহমুদুলের ‘কেন এত চাই চাই তোকে’, ‘এত ভালোবাসি’, ‘পরাণ বন্ধুরে’ গানগুলোতে দেখা গেছে তাঁকে। ফের ইমরানের সঙ্গেই নতুন মিউজিক ভিডিও করবেন পায়েল। এরই মধ্যে ইমরান বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তবে পায়েল বললেন, ‘এখনো চূড়ান্ত হয়নি। তবে কথাবার্তা হয়েছে। শিগগির হয়তো কাজটি করা হবে।’
পায়েল এ পর্যন্ত যত মিউজিক ভিডিও করেছেন, বেশির ভাগই ইমরানের গান। এর বাইরে হাবিব ওয়াহিদের ‘বোকা মন’-এ অভিনয় করেছিলেন।

তবে সেটিও ইমরানের সুর-সংগীতে। তবে বছর সাতেক আগে তাহসান খানের ‘ভালোবাসি তাই’ গানে মডেল হয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে পায়েল বলেন, ‘সংখ্যায় হয়তো ইমরানের সঙ্গেই মিউজিক ভিডিও বেশি। তবে হাবিব ওয়াহিদ ও তাহসান খানের গানেও অভিনয় করেছি। আসলে কেউ ভালো প্রজেক্ট নিয়ে এলে তবেই করি। ভালো গান, ভিডিওর অ্যারেঞ্জমেন্ট পছন্দসই হলে করি। এমনিতে সবার সঙ্গেই কাজ করতে আগ্রহী আমি। আর ইমরানের সঙ্গে বোঝাপড়া ভালো। সে খুব হেল্পফুল। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই বারবার একসঙ্গে কাজ হয়।’
ঈদ নাটকের খতিয়ান

এই ঈদে পায়েল অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সম্মান’, ‘সিন্দুক’, ‘চিড়িয়াঘর’, ‘ঝাল মুড়ি’, ‘লাভ লুপ’, ‘চাঁদের হাট ২’, ‘বন্ধুত্ব নাকি প্রেম’ ইত্যাদি। নির্দিষ্ট সংখ্যা না বললেও পায়েল জানালেন, ঈদে এরই মধ্যে ১০টির মতো নাটক এসেছে তাঁর। সামনে আরো আসার কথা রয়েছে। পায়েলের ভাষ্য, “রেসপন্স বেশ ভালো। ‘সম্মান’ নাটকটির জন্য অনেক সাড়া পাচ্ছি। এ ছাড়া ‘বন্ধুত্ব’, ‘চাঁদের হাট ২’ নাটকগুলোও দর্শক পছন্দ করেছে। ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না। আরো তিনটি নাটক আসার কথা ছিল ঈদে। শুটিং শেষ না হওয়ায় আসেনি। ওগুলোও বেশ ভালো গল্পের কাজ।”

আগামীকাল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসবে ওসমান মিরাজের নাটক ‘তোমার আমার’। এতে পায়েলের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। নাটকটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। এর সূত্র ধরেই অভিনেত্রীর কাছে জিজ্ঞাসা, বিদেশে শুটিংয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিংবা কোনো প্রতিবন্ধকতা দেখতে পান কি না?

‘বিদেশে যেসব নাটকের শুটিং হয়েছে, সেগুলোর গল্পও বিদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। খুব সুন্দর গল্পে এ কাজটি করেছি। টিমের সবাই বেশ কো-অপারেটিভ। একজন আরেকজনকে সহযোগিতা করেছে। তাই খুব একটা কষ্ট হয়নি শুটিংয়ে’-জবাব দিলেন পায়েল।

ঈদ মানেই লম্বা এক ছুটি। পরিবারের সঙ্গে উদযাপন, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। ঠিক এমনই কেটেছে পায়েলের ঈদ। বললেন, ‘ঈদ বরাবরই ঢাকায় করি। এবারও তাই হয়েছে। পরিবারের সঙ্গে ভালোভাবেই কেটেছে ঈদের দিনগুলো। এরপর কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। এভাবেই কেটেছে ঈদের ছুটি।’

আর ঈদের ছবি? বড় পর্দায় মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি তারকাদেরও আগ্রহ দেখা যায়। তবে পায়েল জানান, ব্যস্ততার কারণে তিনি কোনো ছবি দেখতে পারেননি এখনো।

ছুটি সময় ফুরাল। ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরলেন পায়েল। গতকাল একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন। আর আজ থেকে শুরু করবেন নাটকের শুটিং। মজার ব্যাপার হলো, নাটকটির নামও ‘লাইট ক্যামেরা অ্যাকশন’। নির্মাণে মহিদুল মহিম। পায়েলের সঙ্গে আছেন জোভান। অভিনেত্রী জানান, ঈদের আগেই নাটকটির শুটিং শুরু হয়েছিল। তবে সম্পন্ন করতে পারেননি। তাই এটা দিয়েই ফিরছেন ক্যামেরার সামনে।