ভারতে খেলতে অনিচ্ছা: বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি
- আপডেট সময় : ০৯:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 10
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে।
সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ দল ভারতে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলুক। তবে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর অনুরোধ জানিয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ ‘সি’র প্রথম তিন ম্যাচ কলকাতায়। এই তিন ম্যাচে বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
রোববার আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে উদ্বেগ আছে। বাংলাদেশ সরকারের পরামর্শের ভিত্তিতেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। যদিও সরকারিভাবে ভারতে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা বা ট্রাভেল অ্যাডভাইজরি জারি হয়নি।
মূলত কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের এবারের আসরের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশের পরই পরিস্থিতি জটিল হয়। বিসিসিআই এই সিদ্ধান্তের কারণ প্রকাশ্যে জানায়নি। গত মাসর নিলামে মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা।
এদিকে বিষয়টি নিয়ে আইসিসি প্রকাশে কোনো মন্তব্য করেনি। তবে চেয়ারম্যান জয় শাহ শীর্ষ কর্মকর্তারা সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
বিসিসির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম ও সিইও নিজামউদ্দিন চৌধুরীসহ কয়েকজন পরিচালককে এই ইস্যুতে আইসিসি ও সরকারের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে।





















