‘মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা’
- আপডেট সময় : ০৪:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 3
বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এবার তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মুশফিকের শততম ম্যাচ।
ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে মুশফিককে বড় সম্মাননা দিতে যাচ্ছে বিসিবি। সেদিন মিরপুর হোম অব ক্রিকেটে দাওয়াত পাবেন মিস্টার ডিফেন্ডেবলের পরিবারের সদস্যরাও।
মুশফিকের এমন কীর্তি নিয়ে কথা বললেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফ বলেন, ‘মুশফিক ভাই তো আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা। তার জন্য শুভকামনা, আজকেও দেখা হয়েছে ভাইয়ের সঙ্গে জিমে।’
পরে নিজের রান করা নিয়ে সাইফ বলেন, ‘সবাই হেল্প করেছে আমার মনে হয় বিসিবির যখন যেখানে ছিলাম। ক্যাম্পে যখন যেখানে ছিলাম বাবুল স্যারের সাথে আলাদা ঘরোয়া ক্রিকেটে… সোহেল স্যারের সাথে ছিলাম। আলাদা মাসকোতে প্র্যাকটিস করেছি সালাউদ্দিন স্যারের সাথে। যখন যেখানে গিয়েছি চেষ্টা করেছি নিজেকে উন্নতি করার।’
ভবিষ্যৎ নয় বর্তমান নিয়েই ভাবছেন সাইফ, ‘আসলে নিজের কোচ নিজে হওয়াটা গুরুত্বপূর্ণ। নিজের খেলাটা নিজেকেই খেলতে হবে। দুর্বলতা এখনো অনেক জায়গায় আছে, তবে নিজের শক্তি যেটা ওটাই করার চেষ্টা করি। আগে কী হয়েছে ওটা নিয়ে ভাবি না, ভবিষ্যৎ নিয়েও ভাবি না বর্তমানে থাকার চেষ্টা করি।’


























