গেল মাস দেড়েক আগে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বরিশাল বিভাগীয় দলের ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদ। এবার তার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) হাসানের স্ত্রী এবং সন্তানদের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন বিসিবি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মোকসেদুল কামাল। এ ছাড়াও আগামী ৪ বছর মাসিক ৫০ হাজার টাকা করে তাদের দেয়া হবে বলেও জানিয়েছে বিসিবি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।
হাসান আহমেদ এনসিএলে বরিশালের হয়ে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। গত ২৭ অক্টোবর বরিশাল বিভাগীয় মাঠে অনুষ্ঠিত খুলনা-বরিশাল ম্যাচে মাঠে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালের নেয়ার পথে মারা যান।

























