রোদের মেয়ে, নিয়ে ফিরছেন তমালিকা, নতুন গানে মুগ্ধ হবে নতুন প্রজন্ম
রোদের মেয়ে, নিয়ে ফিরছেন তমালিকা, নতুন গানে মুগ্ধ হবে নতুন প্রজন্ম

- আপডেট সময় : ১০:২০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫ ৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদনঃ রোদের মেয়ে, নিয়ে ফিরছেন তমালিকা, নতুন গানে মুগ্ধ হবে নতুন প্রজন্ম, নতুন প্রজন্মের জন্য নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তমালিকা। ছোটবেলা থেকেই গানের ভুবনে পদচারণা শুরু করা এই গুণী শিল্পী ২০২০ সালে তার প্রথম মৌলিক গান ‘স্বপ্নবাজ’ দিয়ে শ্রোতামহলে আলোড়ন তোলেন। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন গায়ক শাহরিয়ার রাফাত। এরপরের তিন বছরে তমালিকা তার সংগীত ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেন।
২০২৩ সালে প্রকাশিত হয় তার একক কণ্ঠে গাওয়া দুটি গান—‘যত দেখি তোমায়’ এবং ‘আবার’। এই গানগুলো প্রকাশের পর থেকেই তরুণ প্রজন্মের মাঝে এক নতুন পরিচিতি লাভ করেন তমালিকা। তার কণ্ঠের মাধুর্য, হৃদয়ছোঁয়া সুর ও চমৎকার গীতরচনার সমন্বয়ে গানে গানে জায়গা করে নিয়েছেন তরুণ শ্রোতাদের হৃদয়ে।
এই ধারাবাহিকতায় তমালিকা এবার নিয়ে আসছেন তার নতুন গান “রোদের মেয়ে”। গানটির কথা লিখেছেন প্রতিভাবান গীতিকার তাসনিম সাদিয়া। সুর ও সংগীতায়োজন করেছেন জামান, কম্পোজ করেছেন আমজাদ সুমন, আর গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইমন ইসলাম।
তমালিকা জানান, “ভক্তদের চাহিদা অনুযায়ী একের পর এক নতুন গান ও অ্যালবামের সাড়া পাচ্ছি। তারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। সেই ভালোবাসার প্রতিদান হিসেবেই এবার নতুন গান ‘রোদের মেয়ে’ নিয়ে আসছি।”
গানটির মিউজিক ভিডিও খুব শীঘ্রই মুক্তি পাবে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে দেখা যাবে তমালিকার এক নতুন রূপ। গানের কথা, সুর ও নির্মাণ শৈলীতে থাকবে আধুনিকতা ও আবেগের মিশেল।
তমালিকা আরও বলেন, “গানটির প্রতিটি লাইন যেন জীবনের একটি গল্প। রোদের মতো দীপ্ত, আবার কখনো নরম আবেগে ভরা। এই গান শুধু প্রেম কিংবা বিরহ নয়—এটি একজন নারীর আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্পও বটে।”
গানটির নির্মাতা টিম জানিয়েছে, “রোদের মেয়ে” একটি ভিজ্যুয়াল পোট্রেইট—যা আধুনিক প্রযুক্তি, নান্দনিক ক্যামেরার কাজ এবং হৃদয়গ্রাহী মিউজিকের সমন্বয়ে একটি পরিপূর্ণ শিল্পকর্ম হয়ে উঠবে। ভিজ্যুয়াল ও অডিও—দুই দিক থেকেই শ্রোতা-দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা।
তমালিকা গানে যেমন আত্মপ্রকাশ করেছেন শিল্পী হিসেবে, ঠিক তেমনি গানের বাইরেও সামাজিক বার্তা ছড়িয়ে দিতে চান। নারী শক্তি, স্বপ্নের পেছনে ছুটে চলা, জীবনের নানা রঙকে ধারণ করে বাঁচার যে মনোভাব—তা ফুটে উঠবে “রোদের মেয়ে”তে।
তার মতে, “আমি চাই গান শুধু বিনোদনের মাধ্যম না হোক, হয়ে উঠুক অনুপ্রেরণার এক উৎস। আমি চাই, তরুণরা গান শুনে জীবনকে দেখার নতুন চোখ পাক।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তমালিকা বলেন, “আমি থেমে থাকতে চাই না। সামনে আরও কিছু একক গান ও যৌথ প্রজেক্ট নিয়ে কাজ করছি। চাই আরও ভালো কিছু নিয়ে শ্রোতা-দর্শকের সামনে হাজির হতে।”
এদিকে শ্রোতারা তমালিকার নতুন গান নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট ও ঘোষণায় কমেন্টে উপচে পড়া শুভকামনা প্রমাণ করছে, তার নতুন গান ‘রোদের মেয়ে’ ইতোমধ্যেই একটা প্রত্যাশার জায়গা তৈরি করে ফেলেছে।
শেষে তমালিকা দেশবাসী, শ্রোতা ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে বলেন, “আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না। আমার পাশে থাকুন, ভালোবাসুন। কথা দিচ্ছি, সামনে আরও ভালো কিছু উপহার দেব।”