ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লিটনের পারফরম্যান্স নিয়ে যা বললেন নাফিস

লিটনের পারফরম্যান্স নিয়ে যা বললেন নাফিস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের। ব্যাট হাতে বড় রান করতে পারছিলেন না তিনি, তবে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান না পেলেও পরের দুই ম্যাচে করেছেন যথাক্রমে ৭৬ এবং ৩২ রান। লিটনের এই ঘুরে দাঁড়ানো মুগ্ধ করেছে টিম ম্যানেজার নাফিস ইকবালকে।

আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে ফিরে নাফিস বলেন, ‘এটা তার জন্য মোটেও সহজ ছিল না। ও যেভাবে সিরিজে এসেছিল, একটা খারাপ সময় যাচ্ছিল। বাংলাদেশের আমরা সবাই খুব আবেগী, খারাপ সময় গেলে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল করা হয়। এরকম জায়গা থেকে ঘুরে দাঁড়ানো দুর্দান্ত। লিটন নিজের ক্যারেক্টার শো করেছে।’

পুরো দলের মানসিক দৃঢ়তা নিয়ে নাফিস বলেন, ‘যেভাবে তারা খেলেছে, তারা নিজেদের ক্যারেক্টার প্রমাণ করেছে। এই সফর সহজ ছিল না। শুরু করেছিলাম আমরা খুব ভালো টেস্ট খেলে, যেই টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন। পরের টেস্ট ম্যাচটা আমাদের ভালো যায়নি।’

নাফিস ইকবাল আরো বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, ওটাও ইতিবাচক ছিল। এরপর যদিও আমরা সিরিজ জিততে পারিনি।’

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

লিটনের পারফরম্যান্স নিয়ে যা বললেন নাফিস

লিটনের পারফরম্যান্স নিয়ে যা বললেন নাফিস

আপডেট সময় : ০৪:৩০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ক্রীড়া প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের। ব্যাট হাতে বড় রান করতে পারছিলেন না তিনি, তবে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান না পেলেও পরের দুই ম্যাচে করেছেন যথাক্রমে ৭৬ এবং ৩২ রান। লিটনের এই ঘুরে দাঁড়ানো মুগ্ধ করেছে টিম ম্যানেজার নাফিস ইকবালকে।

আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে ফিরে নাফিস বলেন, ‘এটা তার জন্য মোটেও সহজ ছিল না। ও যেভাবে সিরিজে এসেছিল, একটা খারাপ সময় যাচ্ছিল। বাংলাদেশের আমরা সবাই খুব আবেগী, খারাপ সময় গেলে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল করা হয়। এরকম জায়গা থেকে ঘুরে দাঁড়ানো দুর্দান্ত। লিটন নিজের ক্যারেক্টার শো করেছে।’

পুরো দলের মানসিক দৃঢ়তা নিয়ে নাফিস বলেন, ‘যেভাবে তারা খেলেছে, তারা নিজেদের ক্যারেক্টার প্রমাণ করেছে। এই সফর সহজ ছিল না। শুরু করেছিলাম আমরা খুব ভালো টেস্ট খেলে, যেই টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন। পরের টেস্ট ম্যাচটা আমাদের ভালো যায়নি।’

নাফিস ইকবাল আরো বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, ওটাও ইতিবাচক ছিল। এরপর যদিও আমরা সিরিজ জিততে পারিনি।’