শুধু একটি নয়, তেইশটির নিবন্ধন বাতিল করুন : মোমিন মেহেদী
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:০২:০০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 117
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, যদি সত্যিই স্বৈরাচারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে চান, তাহলে আওয়ামী লীগের মত শুধু একটি নয়, তেইশটির নিবন্ধন বাতিল করুন। কেননা, ফ্যাসিজম প্রতিষ্ঠার সাথে ষোলো বছরে নিবন্ধিত ২৩ টি রাজনৈতিক প্লাটফর্মেরই দায় আছে। ৫ মে সকালে তোপখানা রোডস্থ কার্যালয়ে ঢাকা মহানগর নতুনধারা আয়োজিত ‘২৩ দলের দায় এবং নিবন্ধন বাতিল’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ৫ আগস্ট থেকে দফায় দফায় আপনারা অনেক খেলা খেলেছেন, কখনো হাইকোর্টে রিট করেছেন, কখনো আন্দোলন করেছেন আবার কখনো রাস্তা-ঘাট বন্ধ করে ফ্যাসিস্ট সরকারের শাহবাগীদের মত করে মানুষকে কষ্ট দিচ্ছেন। এগুলো না করে, এই বিষয়টিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার না করে…






















