শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের বর্ধিত সভা

- আপডেট সময় : ০৫:৩৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ১৭ বার পড়া হয়েছে
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে দলকে উজ্জিবিত করার লক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে বর্ধিত সভা শুরু হয়েছে । আজ নলকুড়া ইউনিয়ন সহ ৫টি ইউনিয়নের বর্ধিত সভা শেষ হয়েছে । বর্ধিত সভায় আসন্ন ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও নেতাদের সমর্থকদের আগমনে ব্যাপক উৎসাহ নিয়ে সভায় অংশ গ্রহণ করেন মুজিব ভক্তরা । সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা আওওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস,এম ওয়ারেজ নাইম ও সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা শ্রী বিশ্বজিৎ রায় উপস্থিত থেকে দলকে চাঙ্গা করার জন্যে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন । বর্ধিত সভায় প্রধান অতিথি স্বাধীনতার পর এই উপজেলা থেকে সংসদ সদস্যর পদ না পাওয়ার ফলে উপজেলাটি অবহেলিত দাবি করে বলেন সময় এসেছে শেখ হাসিনার নেতৃত্বে নৌকার প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনে উপজেলাকে এগিয়ে নেওয়ার আহবান রাখেন দলীয় নেতা কর্মীদের প্রতি ।
গোলাম রব্বানী-টিটু
ঝিনাইগাতী শেরপুর সংবাদদাতা