সংবাদ শিরোনাম ::
সরকার প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরন শুরু করেছে নাসিক

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকল প্রকার সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকে বেকার হয়ে পড়েছেন। ফলে আর্থিক সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এ পরিস্থিতিতে কেউ যাতে খাদ্যের জন্য কষ্ট না পায় সরকারের পক্ষ থেকে সঙ্কটাপন্ন ব্যক্তিদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার নিদের্শনা দিয়েছেন। সেই লক্ষে জেলায় জেলায় খাদ্য সামগ্রী পাঠিয়েছে সরকার।
সরকারের পাঠানো খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
রোববার সকালে থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো : আবুল আমিন জানান, কাউন্সিলর দের সহযোগিতায় নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। মাত্র ৯২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করবেন তারা ।